তোমাকে পেলে-
ফেরারী মনটা সংসারী হবে ।
ইলিশ-চিংড়ি জুটাতে না পারি ,
আবাদের ঘ্যাটকোল বাটা ,
কিম্বা পিপুলের ডাটা
রেদে দিও; আর-
তালপাতার হাওয়াটুকু দিও ।
তোমাকে পেলে আবার কবিতা লিখব ।
আমার কল্পনার ছন্দ তুমি ।
তুমি এলে তবে-
আবার গান গাইব ।
তোমার ওই শিশুর মত হাসি ,
আমির হারিয়ে যাওয়ি স্বরলিপি ।
যদি তুমি চাও-
প্রকাশ্যে চুমু খাব গালে -
কেউ যদি লাথি মারে মারুক ,
থাপ্পর দেয় চোয়ালে !
ভালবাসা পেলে -
কে কার চোখ রাঙানি শোনে ।