চাকর করে চাকরি
দাস করে সেবা,
আমি করবো কি
বলবে তা কেবা।


রাজা চালায় রাজ্য;
প্রজারে শাসন,
কৃষক ফলায় শস্য
করে ক্ষুধা নিবারণ।


গুরু বানায় শিষ্য;
জ্ঞানের অন্বেষণ,
শ্রমিকের শ্রমে হয়
কল-কারখানায় উৎপাদন।


শিকার করে শিকারী;
অভেদ্য নিশানা,
প্রকৌশলী বানায় বাড়ি
হয় উদ্বাস্তুর ঠিকানা।


উকিল করে আইন চর্চা;
টাকার নয়-ছয়,
পুলিশ ধরে চোর-ডাকাত
মৃত্যুর নেই ভয়।


কবিতা লেখে কবি
সবই আজগুবি,
আজকে ভালোবাসবি
তো কালকে ভুলে যাবি।