অনেক  বই পড়ে বাড়ে  জ্ঞানের বোঝা,
অবশেষে বন্ধ  করি অজানাকে খোঁজা।
শিখে  লাভ  কি; যদি  না  হয়  ব্যবহার,
কাজে আলস্য; আছে মিথ্যে অহংকার।
বলবে  লোকে দুখে, কি  ভয়ানক রোগ?
না  বুঝে বিষ খেয়ে দেখায়  শুধু ক্ষোভ।
বিদ্যেমশাই  না  জানে  কি যে  দরকার,
নাই   কিছু  তার,  শুধু  জ্ঞানের  বাহার।


কার্য  হেতু   প্রয়োজন   যতটুকু   বিদ্যা,
তাই  দিয়ে  অর্জন  হাতে-কলমে শিক্ষা।
পাঠ্য-পুস্তক   যোগ  বাস্তব   অভিজ্ঞতা,
যা   পাওয়া   যায়   তাই   সৃজনশীলতা।
দেখব    উৎসুক   চোখে,    অন্তর-শূন্য,
প্রকৃত  আলোকে   ধীরলয়ে   হবে  পূর্ণ।।