আমার বঁধুর বাংলা,
আমি তোমার বুকেতে নাচি;
তোমার বুকের ব্যথায় আমার-
হয়েছে সর্দি-কাশি।


হৃদয়ে তোমার আছে সাগর
সাঁতার নাহি জানি,
ডুব দিয়ে তাই চোখ খুলি না
আচার নাহি মানি।


কাঁচের ভিতর লুকিয়ে আছে
হীরার টুকরো স্বামী,
তার থেকে নেই কেও প্রিয়
নেই কিছু নামী-দামী।


স্বামীর ছোয়ায় জেগে ওঠে
পুরানো ইতিহাস,
আর কারও সাধ্য নেই
করাবে কারাবাস।