অম্বর থেকে ঝড়েছে পানি,
হয়েছে বজ্রপাত।
গাছের পাতায় এসেছে প্রাণ,
করেনি তো প্রতিবাদ।


নীল সে আকাশ হয়েছে কালো,
রৌদ্র গেছে চলে।
জলের ছোঁয়ায় নদী-সরোবর,
সবই গেছে ভুলে।


বজ্রের ধ্বণী, কঠিন সে জানি,
কোথাও এসেছে নেমে।
তাই বলে কি দুরন্ত প্রাণ,
কাজ ছেড়ে আছে থেমে?


আলো আধারের খেলাঘর যেন,
এ জগৎ-সংসার।
বর্ষার ছোঁয়ায় বারে বারে হোক,
নতুন প্রাণের সঞ্চার।।