চোখ থাকতেও অন্ধ যে জন
কেন তার এত জ্যোতি?
সব জেনে কেন বৃথা হল সব
কেন এই দূর্গতি?


ধরণী যারে রেখেছে উপরে
কেন তার এত ভয়?
সাহস নেই কারও আসতে কাছে
নীরবে করতে জয়।


সেচ্ছায় কভু দেয় যদি ধরা
বলো না ঘাটের মড়া,
জেগে উঠলে বুঝতে পারবে
কত উত্তাল ধরা!


অশ্রু জলের বোঝে না মর্ম,
কোথায় কার ব্যাথা?
হয়ে যাই চুপ যদি মনে করে
বলবে না কোন কথা।


জন্মেছিল কোন একদিন
এই বাংলাদেশে,
হয়েছে অমর, সৃষ্টিতে তার
চিরকুমারের বেশে।।