তোমার পানে চেয়ে আমি নয়ন পানে দেখি,
খুঁজব না কভু কোনটা আসল, কোনটা তব মেকি।
তুমি যদি আমায় দেখে নয়ন পানে চাও,
খুঁজে দেখলে দেখতে পারো, যদিও পাবে না ঠাঁই।


দৃষ্টি এড়িয়ে তুমি যদি চাও অন্য কোন দিকে,
বুঝব আমি উদাস তুমি, অনুভূতি নেই মনে।
আমায় দেখে দৃষ্টি যদি যায় নিম্ন পানে,
বুঝব আমি লাজুক তুমি, ভয় আছে তব মনে।


যদি আমি না দেখি তোমায়, করো না তো অভিমান,
বুঝে নিও তুমি, যোগী আমি, করতেছিলাম ধ্যান।।