ভদ্র আমি জানি ভালো, ইংরেজি ভাষা
সুন্দর  পোশাক পরি, আছে  সব ঠাসা।
ঠোঁট বাকানো কথায়  বাঙালীরা  কাত
আমরা শ্রেষ্ঠ জাতি   জানবে চন্দ্র রাত।
আমাদের  মুখে  আছে  বত্রিশটি  দাঁত
কামড়  দিলে  মড়বে, সাদা করো পাত।
ইংরেজি  শিখে  চুল  ওঠে  না   মাথায়
তেলো  টাক  নিয়ে কষ্টের দিন  কাটায়।


আমরা  জানি  কেন  চাঁদটা  ওঠে বাঁকা
তারাও  গরীব  আছে   ইতিহাসে  লেখা।
তোরা তো জানিস না মোদের কয় হাত
খুঁজিস প্রতি  রাতে  মায়ের  কোন জাত।
সকল  জাতি-দোষে  বাংলা মাকে খুঁড়ি
কোহিনূর  গেছে চুরি, খাব  সোনা-মুড়ি।।