হীরক তুমি অতি উজ্জ্বল
অন্ধকারে দেও আলো
তোমার জন্যই আঁধার রাত
হয়ে যায় জমকালো।


প্রতিটি কোণে আলোর ছটা
বিন্দু বিন্দু তেজ
হারিয়ে ফেলেছে যৌবন যারা
হয়ে যায় সতেজ।


হীরার কিরণ নয় তা নিজের
ধরে রাখায় বাহাদুরি
পরেরটা বন্দী আহরণে
সময়ের কারসাজি।


হীরার সৃষ্টি অতি মনোরম
কত অসীম চাপ
দহনে দহনে এসেছে কাছে
ক্রমাগত তাপ ;
কার্বনের ভিতর আছে এরূপ
কেউ কি ভেবেছে কভু
কি অপরূপ সৃষ্টি তোমার
রহস্যময় প্রভু।