তোমার জন্য পাগল ছিলাম
বলতে পারি নি আমি,
খুঁজি নাই কভু কোন কিছু
যা তোমার থেকে দামী।
সকল নারী স্বত্বা দেখেছি
তোমার অন্তরালে,
তোমাকে নিয়েই স্বপ্ন বুনেছি
আমার জীবনকালে।


তুমি আমায় সঙ্গী করেছো
হৃদয় গেছে ভরে,
হঠাৎ কখন ফাটল ধরেছে
এক বৈশাখী ঝড়ে।
তোমার প্রেমে ছলনা মিশে
হয়ে গেছে তিক্ত,
এবার আমায় ছুটি দেও তুমি
হতে চাই মুক্ত।


যা ছিল আমার দিয়েছি তোমায়
লেগেছে খুশীর ছোয়া,
আমার প্রেমের মূল্য কি আর
তুলশী জলে ধোয়া!
বিনিময়ে কভু চাই নি কিছু
দেনা-পাওনার যুগে,
তুমি শুধু আমার হবে
সকল সুখে-দুখে।


আমার পাশে রইলে না তুমি
জীবন মোড়ের বাকে,
হারানো ব্যাথায় একাকী আমি
বলবো বলো কাকে?
মিথ্যা আশার ছলনা মিশানো
চাই না গো অনুতাপ,
মুছে দিয়ে যাও এই হৃদয়ের
গভীর ক্ষত দাগ।


বাঁচব আমি যেমনে বাঁচে
আর দশটা প্রাণ,
হয়তো আর না শুনবে
ফাঁটা বাশীর গান।
মন নিয়ে খেলা এতই সহজ
ছিল না আমার জানা,
তোমার সুরে সুর দিয়েছি
করি নি কখনো মানা।


সীতার কষ্টে ধরেছে ফাটল
এই ধরণী বুকে,
রামের পাশে ছিল না তো কেউ
প্রাচীন ত্রেতা যুগে।
মৃত্যু সে তো সময়ের হাতে
গুণি নায় আমি দিন,
তোমার খুশিতে সুখী হব আমি
মুছে যাবে সব ঋণ।