জগতের যত প্রাণীকুল রত
সৃষ্টি তব সন্তানের মত,
কেউ আছে স্হির দাঁড়িয়ে
কেউ আবার চির অবনত।


তুমি তো জানি মাতা সবার-
কেউ ঠাঁই পেলো অদৃষ্টে,
কাউকে ছাড়লে মহাশূন্যে
কাউকে বাঁধলে আষ্টেপৃষ্টে।


জীবকুলে রুষ্ট তুমি-
হওনি তো কভু
ক্রোধের বশে,
অবুঝ অবোধ যারা-
হয়ে গেল শেষ
নিজ নিজ দোষে।।