অসুন্দরে করলে পূজা, দিয়ে সুন্দরের দেহ-গাত্রি
আজও কাটে নি আঁধার, আসে নি আলোর পথযাত্রী।
দিবা শেষে সন্ধ্যা নামে, আলোর ঝলকানি
বাদ্য বাজনা; তৃষ্ণার্ত হৃদয়, এক বিন্দু পানি।
হরেক খেলায় জমেছে আসর, অর্থের হাতছানি
হারালো যে সব, মিলবে না আর একটি বসত জমি।


রাতের আকাশে হয় নি লেখা পরাজিতের ইতিহাস
বিজয়ী হেসেছে, ধ্বংস করেছে অতীতের গৌরব,
শৃঙ্খলে পড়লো বাঁধা, স্বপ্ন হলো গ্রাস
আজ যুদ্ধে নেই রঘুবীর, জিতবে কৌরব।
ধর্মের জয় হয় না তো সদা; কঠিন শিক্ষা
সীতামাতাও হয়েছে হরন, দিতে গিয়ে ভিক্ষা।


পূজা শেষে করলে বিদায়, আসবে বছর ঘুরে
সেই দেবী আর আসে না ফিরে-
যার হাত-পা ভেঙেছে ঝড়ে।
সময়ের সাথে  মিশে যায় মোরা, বুঝি না কোথায় শেষ
এমনি করেই উজাড় হলো কত মুল্লুক-দেশ।
সংগ্রাম কভু হয় না তো শেষ, অভিশাপ যেন মাত্রি
গুনতেছি ক্ষণ, যাইতেছে দিন, কাটে নি কালরাত্রি।