আকাশ থেকে আসল এক-
নতুন দৈববাণী,
তোমাদের ভবিষ্যত কোথায় -
আমি-ই শুধু জানি!


এমন সময় বলে উঠলো-
পুত্র যুধিষ্ঠির,
কতদিন রইবে আর-
বনের মাঝে নীড়!
আমাদের থেকে-
নেই কেউ ভালো,
ওখানে যারা
সবাই কালো,
যদি মোরা না যাই সেথা-
কেমনে লোকে বলবে কথা?
শয়তান যে আছে সেথা
সবার মনে দেবে ব্যথা।


অর্জুন বললো, ফিরতে নীরে
কিসের আবার ভয়?
আমাদের থেকে বড় বীর
আর তো কেউ নয়।


ইতোমধ্যে দ্রৌপদী
এসেছে তাদের মাঝে,
স্বয়ংবরে জিতেছে তারে
লক্ষ্যভেদ করে।
প্রতিযোগিতা হয় নি সেথা
বীর কর্ণের সাথে,
নইলে কি আর
তার কেটে যায়
ওমন সুন্দর দাঁতে।
চেয়েছিল আর একটু সময়
স্হির করতে মন,
বলল দ্রৌপদী, তোমাকে আমার
নেই কোন প্রয়োজন,
তোমার থেকেও আছে আমার
আরও আপনজন।