পাঁচ ভাই আসলো যখন
দ্রৌপদীকে নিয়ে,
তোমাদের মধ্যে কোনজন
করেছে একে বিয়ে?


শকুনির প্রশ্ন শুনে
সবার মুখে থ,
ভাবছে মনে মনে
কে বলবে ক?


ভীষ্মের সাহস পেয়ে
আগায় যুধিষ্ঠির,
সে আমাদের পঞ্চপ্রদীপ
করেছি স্থির।


শকুনি বচনঃ
( এমন বউ ঘরে তুলে
   মোদের নেই লাভ,
   নদী কোথায় খুঁজে আসুক
   যমুনায় দিক ঝাপ। )


যুধিষ্ঠির বচনঃ
( আমাদের ধর্ম আমরা
   করেছি স্থির,
   আপনার কাজ আপনি করুন
   বাড়াবেন না ভিড়। )


অবশেষে সেখানে যুদ্ধ যুদ্ধ রব
মনে মনে করে সবাই
ভগবানের যপ,
অর্জুন তখন সামনে এসে
করলো জোরে নক।
ঝুলির থেকে বের হলো
কঠিন এক তীর,
দেখি এবার কোথায় বাধে
কে কার নীড়!