আসলো দাওয়াত
খেলবে লুডু?
ভালো যদি না লাগে
আরও আছে কদু।
দ্রৌপদীর কাছে এখন
সবই লাগে মধু,
সমস্যা কি; আছে কেষ্ট
বাঁচাবে আমার যদু।


খেলায় খেলায়
সবই হারায়,
কে যে কার দায়!
উঠলে পরে বায়,
কেউ কি আর টের পায়
কোন দিক দিয়ে যায়!


ধর্মদোষে দুর্বল হলো
কষ্টের ধন কাকে খেলো,
দ্রোপদী যখন সামনে এলো
এবার তুমি কাপড় খোলো,
অন্ধের মনেও জাগে মোহ
নগ্ন নারীর কান্না শোন,
কেঁপে ওঠে ধরিত্রী-
চারিদিকে সুর রণ রণ।


সকল পতি হারিয়ে ফেলে
নিজের ক্ষমতা,
কে কাটাবে এখন তাদের
এই জড়তা।
লজ্জায় হীন হয়ে
চক্ষু যায় বুজে,
মনে মনে তখন আপণ
শ্রীহরিরে খোঁজে।