লজ্জাখানি বেঁচে গেল
না হয়ে হরণ,
নিমেষে ভুলে গেল
শ্রীহরি-চরণ।
একেই বলে,
মরণদশা;
না হলে কি আর
জমে জলসা,
অভিশাপে বিষিয়ে তুলে
দেখে তামাসা।


বাধ্য হয়ে দুর্যোধন
হয়ে ওঠে নরম,
যাও তবে বনবাসে
অরণ্যে রোদন,
আমার শর্তগুলো
করিও স্মরণ।


বনবাস শেষের পরে অজ্ঞাতবাস
সাথে সাথেই দেখা দেয় রণ রণ সাজ,
কর্ণ-অর্জুনের দ্বৈরথ দেখে
সবাই গেছে মজে,
স্থির দাঁড়িয়ে তাই-
দাঁতে নখ কাটে,
যুদ্ধের শেষ নাই-
বুঝে ভীষ্ম মহাশয়,
পর্বত হয়ে শেষে
মাঝখানে দাঁড়ায়।


ঘরে ফিরে সকলে মিলে
করে বৈঠক,
শর্তে তারা পরাজিত
যুদ্ধের দাও ডাক,
স্বহস্তে কেটে নেব
আমি ওদের নাক।