অন্যদিকে শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে
আসেন রাজসভায় মধুর বার্তা নিয়ে,
যদি শুধু দান করো দশটি মাত্র গ্রাম
তাহলেই বাজবে ভালোবাসার গান।


(উত্তরে দুর্যোধনঃ
পাগল আমি, আমার কি নাই মান!
পরের কথায় কেন আমি দিতে যাব কান?
আমার বন্ধু কর্ণ, যার আছে কঠিন বাণ
নিমেষেই কেড়ে নেবে অর্জুনের প্রাণ।)


যুদ্ধ হলো শুরু,
কর্ণের হলো প্রবেশ
মড়লে দ্রোণা গুরু।
মেঘের সাথে মেঘের হলে ঘর্ষণ,
তীরের শব্দে তার এমন গর্জন।
ধনুর্বিদ্যার জন্য যে-
সব করেছে বর্জন,
একাই যে সামলাতে পারে
মহাবীর দশজন।


যুদ্ধের আগে ইন্দ্রদেব
আসে কর্ণের কাছে,
ভোরবেলায় ধ্যানরত
ব্রাহ্মণের সাজে।
কর্ণকে দেখতে পেয়ে
চায় ভিক্ষা,
কি চায় জিজ্ঞাসিয়া
নেই রক্ষা।
যা চাইব দিতে হবে
করো প্রতিজ্ঞা,
নইলে আমি বিদায় নিই
দেও আজ্ঞা।