অন্যদিকে অর্জুনও
দেখায় ক্ষমতা,
সাথে আছে যার
মাতা পদ্মা।
সারথি হয়ে শ্রীকৃষ্ণ
সামনে আছে বসে,
সেও তাই হন্য হয়ে
কর্ণকেই খোঁজে।


কর্ণের সাথে দ্বৈরথে
বাকি চার ভাই না পারি,
তবু কর্ণ সকলেরে
দিয়ে দিল ছাড়ি,
এদের সঙ্গে যদি হয়
আমার তুলনা,
কেমনে দেখাব মুখ-
মাতা ললনা?


অন্যদিকে কর্ণ একাকী
সামলাতে না পারে,
ইচ্ছামত খুন করছে
সকল সেনারে।
বিপদ বুঝে দুর্যোধন
করলো এক ছল,
সন্ধ্যার পরেও যুদ্ধ চলবে
দেখাব মোর বল।


বেগতিক অবস্থা হয়
পায় না উত্তর,
ভীম তখন ডেকে আনে
রাক্ষস পুত্রর।