পরের দিন অর্জুন
আসলো সামনে,
দেখি তুমি তীর খেলা
দেখাও কেমনে?
কর্ণতো এই জন্যই
করেছে সব ত্যাগ,
দেখাব তোরে আমি
কোথায় শীষনাগ!


দু-জনের তীরবিদ্যার
শ্রেষ্ঠত্বের রণে,
বাকি সব যোদ্ধারা
দর্শক বনে।
কার তীরে কত জোর
দেখে এক মনে,
চোখের নিমেষে যেন
সন্ধ্যা নামে।


সন্ধ্যার পরে হয়
যুদ্ধালোচনা,
কর্ণ-অর্জুনের সাথে করে
মেঘনাদের তুলনা।
শ্রীকৃষ্ণ-অর্জুন
একসাথে বসে,
পরের দিন যুদ্ধের
অংক কষে।
শ্রীকৃষ্ণ বলে সখা
কর্ণই সেরা,
এত সহজ নয় তারে
ধনুকসহ মারা।
সুকৌশলে তুমি সখা
রথবিহীন করো,
পুরানো অভিশাপে যখন
হবে জড়সড়,
ঝোপ বুঝে কোপ দিয়ে
সবার নজর কাড়ো।