অর্জুন সব শুনে
যায় খুব রেগে,
জানো সখা আমার তীর
যায় কত বেগে?
উপর থেকে শোনা যায়
জানে অগ্নিদেবে,
ওর রথ কত পেছায়
দেখেছো কি মেপে?


আর পারে না শ্রীকৃষ্ণ
থাকতে চুপ করে,
তোমার রথে হনুমান-আমি
দু-জনেতে বসে,
এক ছকে ফেললে কেন-
বিষয়টা না যেচে?


কর্ণ তীরের প্রতি আঘাত
এক একটি বিষকাঁটা,
না পাওয়ার বেদনাটা
দেখায় সাদামাটা,
সব পেয়েও ছেড়ে দিয়ে
হয়েছে বিশ্বদাতা,
তাকে হারাতে দেখাতে হবে
তোমার সেরাটা।


অন্যদিকে দুর্যোধনে; বীর কর্ণে-
ভরসা না রাখে,
অর্জুন বধে কেন তার
এত সময় লাগে!
শ্রীকৃষ্ণ যদি আবার
করে কোন ছল,
বীর কর্ণ হারিয়ে ফেলে
নিজের যত বল।