এইখানেও কর্ণ হৃদয়
আবার ওঠে নেড়ে,
কেন আমি মারব তারে
রাক্ষসে ভর করে?
যার জন্য ত্যাগ করেছি
নিজের অঙ্গ,
যুদ্ধের নিয়ম আমি
করবো না ভঙ্গ।
হুংকার দিয়ে শকুনি
দেখায় দম্ভ,
বিনা কারণে করি নি তো এই যজ্ঞ,
এত দিনে দেখ নি কি-
শ্রীকৃষ্ণ রঙ্গ?


পরের দিন আবার
যুদ্ধ হয় শুরু,
দুই বীরের কসরতে
সবার বুক দুরুদুরু,
যুদ্ধের যেন কভু
হয় না তো শেষ,
কারও মধ্যে নেই কোন
বিন্দুমাত্র ক্লেশ।


এমন সময় দুর্যোধন
কর্ণের পাশে এসে,
যুদ্ধ তুমি শেষ করো
রাজার আদেশ-এ,
তক্ষককে স্মরণ করো
তোমার ঐ তীরে,
হও তুমি বিজয়ী
ওর বুক চিরে।