দিবা শেষে শ্রীকৃষ্ণ
দেয় তারে দেখা,
বীর কর্ণ হয়ে তুমি
কেন কাঁদছো একা?
যুদ্ধে হারবে তুমি
বলেছি আগে,
ভ্রাতৃগণ ত্যাগ করলে
কোন জন্মের রাগে!
দুর্যোধন বন্ধু হলো
স্বার্থের কারণ,
তুমি খুজলে সম্মান
না শুনে বারণ।


কর্ণ বলে, জানি সখা
তুমি অন্তর্যামী,
আমি কেন বিধবা!
হারালাম স্বামী।
জন্মের সময় ত্যাগ করলো
মোর নিজ মাতা,
গোমাতার আশ্রয়ে
হলাম দাতা।
সমাজের চোখে আমি
অতি ক্ষুদ্র,
সর্বত্র জিজ্ঞাসিবে
আমার গোত্র।


তিরবিদ্যা প্রদর্শনে
ছিল কুন্তীমাতা,
দেখল তামাশা দাঁড়ায়
ফুটলো না কথা।
এমন সময় বন্ধু মোর
পাশেতে দাঁড়ায়,
ত্যাগ করলো নিজ রাজ্য
বিনা বাক্য ব্যয়।