অবশেষে শ্রীকৃষ্ণ
হয়ে অনন্যোপায়,
পরাজয় বরণ করো
এখনই সময়,
মাটিতে বসে যাবে
এই রথের চাকা,
ধনুকবিহীন হয়ে তুমি
মরবে একা।


কর্ণ হেসে বলে,
বাঃ শ্রীহরি!
বীরত্ব বিসর্জন দিয়ে
আমি ডুবে মরি,
অর্জুন হলো বিজয়ী
আমি ভিখারি,
এমন ভাগ্য আর
সইতে না পারি।


হতাশ হয়ে যায় শুনে
শ্রীহরি কেষ্ট -
এর থেকে প্রমাণ হয়
তুমিই শ্রেষ্ঠ,
তোমাকে মারার কোন
ছিল না উপায়,
তাই তো শেষমেষ
ছলনা আশ্রয়।


পরের দিন অর্জুনকে
কর্ণ না পায়,
খুঁজতে থাকে চারিদিকে
কিছু আসে না মাথায়।
রথ যখন চোখেতে আসে
চাকা ভাগায় অন্য পাশে,
কর্ণের প্রশ্ন শুনে -
সারথি শল্য শুধু কাশে।
চাকা যখন পড়লো ফাঁদে
রাজা শল্য এবার কাঁদে,
রাজা আমি, রথ চালায়
তাই অনেক বেশি,
চাকা তোলার মত আমার
নাই অত পেশী।