কর্ণ বলে, থামাও ক্রন্দন;
অনেক হয়েছে রেষারেষি,
আমিও সারথি পুত্র
খেয়েছি সব দেশী।
এ কাজ তো ডাল-ভাত আমার-
যদি মিলে রাশি!


রথ থেকে নেমে গেল
ধনুকখানি ছাড়ি,
যুদ্ধ পরে হবে
আগে শৈল্যের নজর কাড়ি।
অনেক চেষ্টার পরেও যখন
ওঠে না রথের চাকা,
আজ হয়তো পাব না আমি
সূর্যাস্তের দেখা।


ধরিত্রী দেবী জেগে ওঠে
হাসি হাসি মনে,
তীর মেরেছো বালিকার হয়ে
দুগ্ধের কারণে,
আমি যে মাতা তোমার
ছিল না স্মরণে?


বেলা যায় যায়
বোঝে না উপায়,
দুই যোদ্ধায় এখনও
রয়েছে দাঁড়ায়।


এ দৃশ্য দেখে
কৃষ্ণ যায় রেগে,
তীর মারো এখনই
দেখো, ওর হৃদয় কাঁপে।
অর্জুনও কম না
দুই প্রহর বাকি,
আর একটু দিয়ে দেখি
ওর শরীরে ঝাঁকি।