পান্ডু ছিল রাজপুত্র;
শিকারের বড় শখ,
বনে গিয়ে করবে শিকার-
যত হরিণ-বক,
পারবে কি সে করতে ঘায়েল-
আছে যার বড় নখ?


হঠাৎ করে দেখল নারী;
পরণে সাধুর বেশ,
সুন্দর মুখ, ক্লান্ত চাহনী-
লম্বা যাহার কেশ।


রাজপুত্র দিল তারে,
বিবাহের প্রস্তাব;
ভুলে গিয়ে যত আছে নিজের,
পুরনো অভিশাপ।
কুন্তীও তাই গোপন করলো-
নিজের কৃতকর্ম;
মনে মনে ভাবলো,
সে কি বুঝবে-
আশীর্বাদের মর্ম!


পরে যখন জানতে পারলো-
গোপন রহস্য!
বলে দিল সব;
সইতে না পেরে-
হয়ে সহাস্য।