(কর্ণ বচনঃ
যুদ্ধে আমি সেনাপতি,
যুদ্ধই ধর্ম,
পরিকল্পনা করি না,
আদেশই কর্ম।
আমারও আছে ব্রহ্মাস্ত্র
যদি আনি ডেকে,
পুরো মহাবিশ্ব
উঠবে কিন্তু কেঁপে।
তোর থেকে আছে আমার
গোপন অনেক রাজ,
দেখালে পরে বুঝবি তখন
কে যে মহারাজ?)


অবাক কান্ড!
ব্রাহ্মাস্ত্র আসে না তার হাতে,
চিন্তায় মগ্ন হয়
চোখ বন্ধ রাতে।
তখন মনে পড়ে
গুরু পরশুরামকে,
শিক্ষা বিস্মৃত হবে
প্রয়োজনের তাগিদে।
অভিশাপ পেয়ে সেথা
কেঁদেছিল অনেক,
পারি নি কি কাটতে আমি-
তোমার মনে রেখ?


গুরু তখন ডাকলো কাছে
দিলো আশীর্বাদ,
বীরত্ব প্রমাণে-
শুধাবে না জাত।
এও নাও বিজয় ধনুক
কেউ করবে না কাত,
হারাবে না কেউ তোমায়
করে বাজিমাত।
যত অস্ত্র আমার
দিলাম তোমারে,
ব্যবহার করো না কভু
দয়ায় ভর করে!