প্রশ্নবাণে শ্রীকৃষ্ণকে
দেখায় জর্জরিত,
চোখ তাই দান হয়ে যায়
দাস যত ক্রীত।
সব চোখ এক হয়ে
অর্জুনে পাই ঠাঁই,
কর্ণ যখন পিছনে তাকায়
সূর্য ডুবে যায়।


অঞ্জলি তীর ভেদ করে
গলার স্বরনালী,
মা বলতে কষ্ট হয়
সারা গায় কালি।
মা কাকে বলবে,
বুঝতে না পারে;
সেবিছে প্রতিদিন
যখন পায় যারে।
শত্রুপক্ষের উচ্ছ্বাস দেখে
পেয়ে যায় ভয়,
শ্রীকৃষ্ণের হাসিতে
প্রাণ যায় যায়।


খবর শুনে দৌড়ে সেখানে
এলো কুন্তীমাতা,
সযত্নে কোলে তুলে নিলো
ধুলায় লুটানো মাথা।
পুত্র আমার একি হলো
বিশ্বাস নাহি হয়,
মরবে তুমি আমার সামনে
হৃদয় শুকিয়ে যায়।
তুমি আমার শ্রেষ্ঠ পুত্র;
আর নেই কোন বড় বীর,
তোমার গলায় কেমনে হলো-
এমন গভীর চির?