মাতা আমার, রেখেছি কথা
মরে নি তো কেউ আর,
বিনিময়ে শুধু কর্ণ জীবন
রইলো উপহার।
পঞ্চপুত্র গেলাম রেখে
তোমার স্নেহ-ছায়ায়,
এই কর্ণকে দাও ছাড়ি ঐ
আকাশ-নীল যমুনায়।


পঞ্চপান্ডব অবাক হয়ে
অপলক তাকিয়ে রয়,
মাতার কোলে কর্ণ শুয়ে
পরম মমতায়!
কর্ণ তারে মা বলছে
কোন সে মায়ার টানে?
কেমনে মোরা মেলাব নয়ন
এই ভ্রাতার পানে?


কুন্তী এবার তুললো ধরে
কর্ণের পরিচয়,
সে আমার জ্যেষ্ঠ পুত্র
তোমাদের বড় ভাই।
সূর্যদেবের সন্তান সে
এসেছিল মোর কোলে,
কুমারী মেয়ে হওয়ায় তখন
ছেড়ে দিয়েছিনু জলে।


অর্জুন হয় অশ্রুসিক্ত
এ কেমন ছলনা?
আপন ভায়ের সঙ্গে করেছি
বীরত্বের তুলনা!
কত না কথায় করেছি তারে
ভীষণ অপমান,  
শেষ সময়ে বাকি ছিল তাই
এমন প্রতিদান।
মাতা তোমার জন্য হলাম
নিজ ভায়ের খুনি,
বাকি জীবন কাটবে আমার
মৃত্যুর দিন গুনি।