এমন শোকে যুধিষ্ঠির
হারায় নিজের ধৈর্য্য,
করবো না কভু ক্ষমা আমি
তোমার এহেন কার্য্য।
সকল নারী জাতির প্রতি
রইলো অভিশাপ,
রবে না কভু পেটে কথা
করবে না কেউ মাপ।


এমন সময় এলো সেখানে
কর্ণের পালিত মাতা,
কুন্তীর থেকে ছিনিয়ে নিল
শায়িত কর্ণ মাথা।
তুমি আবার কেমন মাতা
গর্ভে ধারণি যারে,
পালন করেছি ওকে আমি
হৃদয়-ছেড়া তারে।
লজ্জা যদি থাকে তোমার
একটুখানি মনে,
বিদায় হও এখনই
এই মরণ ক্ষনে।


মাতা আমার, করো না এমন
একটু সময় বাকি,
শেষ সময়ে সবাইকে
দু-চোখ ভরে দেখি।
ভাই হিসেবে সবার প্রতি
একটি অনুরোধ,
মায়ের প্রতি রেখো না মনে
বিন্দুমাত্র ক্রোধ।
আমার ভাগ্য নিয়ে এসেছে মোরে
এই মরণ ক্ষনে,
দোষারোপ নেই কারো প্রতি;
বিজয়ী হও রণে।