এবার এলো দুর্যোধন
শায়িত কর্ণের কাছে,
বন্ধু, তুমি বিশ্বাসঘাতক
বুঝলাম অবশেষে।
সেচ্ছায় করেছো ক্ষমা
নিজ ভ্রাতৃগণ,
মিছেয় আমি গণনা করি
মোর বিজয়ের ক্ষণ।
তুমি আমার শ্রেষ্ঠ যোদ্ধা
জীবন করলে দান,
এই ছিল মোর ভাগ্যে
নিদারুণ অপমান।


(কর্ণ বচনঃ
তুমি আমার প্রাণসখা
বলো না এমন কথা,
তোমার কথায় আমার মনে
লাগে ভীষণ ব্যথা।
তোমার জন্য ত্যাগ করেছি
পৃথিবীর সব সুখ,
তুমি বিশ্বাস না করলে
ভেঙে যায় মোর বুক।
তোমার জন্য জীবন দিয়েছি
দেখায় নি পিছুটান,
মরণশয্যায় কাছে লও মোরে
করো না অভিমান।)