আমার সখার শেষকৃত্য
করবো আমি নিজে,
তোমরা যারা পান্ডব দল
হটে যাও সব পিছে।
যুধিষ্টিরও দিল সায়
দুর্যোধনের সাথে,
তোমার জন্য জীবন দিয়েছে
সন্দেহ নেই তাতে।
আমরা না হয় দূর থেকেই
সম্মান জানাব,
মনের করুণ ব্যথায়
একটু দাঁড়াব।


অবশেষে বীর কর্ণের
চোখ গেল বুজে,
যেন বহুদিনের ক্লান্ত যোদ্ধা
ঘুমিয়ে আছে নিদে।
মহাভারতের মহান যোদ্ধা
হারে নি তো এই রণে,
প্রতারণায় গিয়েছে প্রাণ
কোন এক শুভ ক্ষণে।
দাতা নামে হয়েছে অমর
বিশ্ববাসীর মাঝে,
আজও কেউ দান করলে
নামটি তার ভাসে।
পৃথিবীতে কেউ রবো না মোরা
চিরদিন চিরতরে,
এমন মহান মৃত্যু সবাই
সইতে নাহি পারে।
মৃত্যু যারে অমর করেছে
তুমি সেই মহাবীর,
তোমার জন্য রইলো গাঁথা
এই হৃদয় মন্দির।।