ভোরে উঠে, মন দিল ভগবানে;
মোরে, আছে কি স্মরণে?
সময় হয়েছে, দাও তুমি মোরে-
আশীর্বাদের ফল-
ইন্দ্রের নামে চাইছি পুত্র;
যার বাহুতে অসীম বল।।


এবার আসলো ইন্দ্রদেব,
সারাতে পুরান ঘা;
বললো; ও মাতা;
এই নেও সন্তান;
তোমার চরণে একটুখানি-
পায় যেন স্থান।


কুন্তী দেখলো, পুত্র তার,
একই রকম জ্যোতি;
নীচে কিছু নাই তো তার,
কেমনে পাবে গতি?
স্বপনে এসে ভগবান কয়-
নেই তোর কোন ভয়,
হিংসা দিয়ে বাড়ালি তার-
করতে সব জয়।


পুত্র তার সময়মত-
পেল সকল শিক্ষা,
শ্রেষ্ঠ গুরুর কাছে পেল
তীরবিদ্যার দীক্ষা।