আবার একদিন আসলো পুত্র,
মহাবীর কর্ণ;
জানি না গোত্র,
কেমনে ভেদবো-
আমি তার নেত্র!


যদি সে রয়-
আমার আছে ভয়,
অর্জুন সেরা নয়!
অর্জুনকে উপরে তুলতে,
যা করার করবো-
হয় আমি, নয় সে,
যে মড়ার মরবো।
ভাগ্য ছাড়া কাকে আমি-
এখন দুষবো।


কর্ণকে যখন দিল ফিরায়ে,
অর্জুন তখন গেলো ডরায়ে;
এ কি করলো গুরু দ্রোণা!
আমিই কি তার একক সোনা?  
একলব্য-কর্ণ তার অজানা!
তাদের প্রতিভা দেখেছি আমি,
নয় মোটে ক্ষুদ্র।
কেমনে আমি দেব পাড়ি;
মহাসমুদ্র?


কর্ণ জানতো তার কি আছে,
অন্যের থেকে বেশি।
তবে প্রমাণ করতে দেখাতে হবে-
একটু রেষারেষি।
আমি না হয় কবচ-কুন্ডল-
করে দেব দান,
যদি পাই মানুষের কাছে-
এতটুকু সম্মান।।