ফুটে ওঠে কথা মিলিয়ে ছন্দ
চরণে চরণে ব্যথা,
বুঝবে কি সে মর্ম এর
যার খুশীতে জীবন গাঁথা।
সকল চরণ মিলিয়ে আসে
অভিন্ন এক সুরে,
ভাবনা-মগ্ন হয় পাঠক
পুরো হৃদয় জুড়ে।


কখনো বাস্তব, কখনো কল্পনা
জেগে ওঠে লেখার মাঝে,
সকল কিছুর মিশ্রণ হয়
অপুর্ব এক সাজে।
কবির খেয়াল বোঝা মুশকিল
অদ্ভুত সব কথা,
না বুঝলে, সব পাগল-প্রলাপ
খুইয়েছে যেন মাথা।


কিসের আশায় কবিতা লেখা
জানে না তো কবি নিজে,
অজানা পথে ছুটে চলা যেন
হারিয়েছে সব পিছে।
যদি কিছু মিলে যায় শেষে
দুটি লেখার মাঝে,
স্বার্থক  যেন জীবন তার
আবোল তাবোল কাজে।