তেলের নেশায় উঠছে জ্বলি
সলতে প্রদীপখানি
বাতাসের ঝাপটায় যায় বুঝি নিভে
আগুনের ইতি টানি।


মায়া-মোহে ভরা এ জীবন
থামতে চাই না পথে,
অসুখ-পীড়া দেয় যাতনা
দাঁত চেপে রাখি দাঁতে।
বাঁচার আশা ছাড়বো না কভু
আসুক আঘাত শত,
আবার দাঁড়াব, সামনে আগাবো
হব না আমি নত।


একদা যখন রবে নাকো বল
মুছে যাবে মোর যা আছে সকল,
কারো কাছে আর থাকবে না দাম
ডাকবে না কেউ নিয়ে মোর নাম;
তখন আমায় করে দিও পাড়
সকল বাঁধন ছাড়ি,
মৃত্যু এসেছে দুয়ারে আমার
বুঝতে করো না দেরি।