অমৃতের সন্ধানে গিয়ে আমি করেছি বিষপান
ভোরের সূর্যালোকে, মোর হয়েছে অগ্নিস্নান।
স্বর্গের দ্বারে গিয়ে আসলাম আবার ফিরে
রয়েছে জীবন বাকি পশু-পক্ষী, নর-নারীর ভীড়ে।


পাখির কলরব, নদীর ঢেউ, নতুনত্বের হাতছানি
সবুজ প্রকৃতিতে হারাবো আবার নতুন এক আমি।
প্রকৃতিরে কে শাসণ করছে, কেন সে শৃঙ্খলিত?
বাঁধ ভাঙা জোয়ার, উঠবে কি আর-
মানুষ হবে ভীত।


সৃষ্টি সে তো অনিন্দ্য সুন্দর, জানি না তার মানে
ধ্বংস না থাকলে নতুন সৃষ্টির আনন্দ লইবো কেমনে।