দুই    স্রোতের    ধারা;   অবিরাম    বর্ষণ,
হয়া   লাগে   না  আমির,   শুনতে   গর্জন।
কাদা-বালি  দেখলে   শিখে   যাবে   দর্শণ,
আকাশে   কি   পাওয়া   যায়   এই  মিশ্রণ!
নদী   মোহনায়    বসে;    উড়ে    গাঙচিল,
কেড়ে  নিলো  সে চোখে, ঐ আকাশের নীল।
সকাল-সন্ধ্যা    ঝগড়া;   রক্ত   রূপ   লাল,
শান্ত   হয়   আবার,   আকাশ   হয়   কাল।


দুই    পাড়ের    মানুষে    নেই   অন্তঃমিল,
একবার    ছাড়লে   হারিয়ে   যায়    তিল।
দুই  পাড়েতে  এখানে  বিলে-ঝিলে  আছে,
পদ্মা  এত  বড়  তাও   গঙ্গা-কোলে  মিশে।
পাড়ের    চতুরঙ্গে   পাবে   না  তার  দেখা,
যদি  শুধু  হাতে  হাতে  খুজে  থাকো রেখা।।