ফুলের আবার কি দরকার?
লাগে না কোন কাজে,
ফল খেতে সুস্বাদু
পুষ্টিগুণ মাঝে।


পূজা দিয়ে দেবতার-
পায়ে লুটিয়ে পড়ে,
তাতে কি আর মানুষের-
ক্ষুধার্ত পেট ভরে।


যে ফুলে হয় না পূজা,
বড় কঠিন তার বাঁচা;
যদি কেউ বানায় মুকুট
হয় কারও মনের রাজা।