রাধা-কৃষ্ণ   এক   অঙ্গ;   জেনেছি   যখন
দোষ-মুক্ত   আমার,   কেটেছে   সব  ক্ষণ।
প্রেমের   মর্ম   বুঝিনি;   মিথ্যা  এই   যুগে
ভয়   ছিল   অনেক,  নাগিনী  আর  নাগে।
চরিত্রে তো দাগ লাগে না, মিছে  মা-কালি
ভাব    কাটলে   সবাই,   দেয়    করতালি।
শিব  কেন  লিঙ্গ  রূপে  তাও  আমি  বুঝি
মনের   বেড়াজালে,  সবাই   তাই   দোষী।


দুই   মনের    মিলনে   পায়   আত্মা  রূপ
সন্ধ্যা   বেলায়  তাই   ঘরে   জ্বালায়  ধূপ।
শিবের   এখন   পূজা  করো, গড়ে   মূর্তি
আঁধারে  এক   বিন্দু, জ্বালায়  মোমবাতি।
প্রকৃত   প্রেম   কভু   যায়  না  মন  থেকে
যেখানেই  থাকো  তোমরা, কাছে বা দূরে।