রক্ত যদি না থাকে গায়
কেমনে চাইবি আপন মায়,
পান করে ঐ দুগ্ধ সুধা
মেটে না তোর খাদ্য ক্ষুধা,
মনে যদি এতই জ্বালা
ভাঙ না নিজের ঘরের তালা।


মিথ্যা যদি সত্য ঢাকে
মনে কি আর শান্তি রবে,
পাপের তরী বাইতে হবে
জানি না এর শেষ যে কবে?
সময় গেলে সাঙ্গ হবে
জীবন নামের রঙ্গ সবে।