ক্রোধের পরে মন  বিষন্ন করে তোলে
ভাগ্য বুঝি এ খেলায়  ঘুরে ঘুরে চলে,
না  পাওয়ার বেদনা,  দুঃখ ঘিরে ধরে
অতৃপ্ত ইচ্ছাগুলোও তিলে তিলে মরে।
রাজাসনে  যেমন  কিঞ্চিৎ  মজা পায়
প্রজা হয়ে আবার  তা ধুলোয় মিলায়,
কি সুখের উল্লাসে চাই কোথা হারাতে?
পারে না সে টিকতে শয়তানের সাথে।


সুখী  হতে  চাই  আবার  শান্তির  রথে
কোন টানে ফিরবে সে অসুরের জাতে?
কৌতুক-তামাসায়   জীবন  যায়  যায়
মোর  হাসি  মোর কাছে  যেন বিষময়।
এত  কিছুর  পর  যেন  না  পাই ক্ষমা
শাস্তি  দিও তুমি মোরে  ওহে প্রিয়তমা।।