স্বপ্ন   হলো   বীজে  বপন;  ঘুমে-দহন,
কখন   ভরবে   আমার  কোল-কানন?
সকালে-সন্ধ্যায়  জ্বলে; আমার  তপন,
খুলতে  মানা  চোখ; যদি  দেখি  মরণ।
বালকের  অপেক্ষায়  জালা সারাক্ষণ,
রোদে  জ্বলে   যায়  মায়ের  দুই  বদন।
আমি খুঁজে  ফিরি তার পদ  সারাক্ষণ,
সন্দেশ  দিও তুমি, পেলে  পরে  বামন।


আমার   ছন্দ  যেন   হয়ে  গেল  রামন,
তাকালেই  সেরে  যায়,  সবার   কাঁপন।
বীজ ফুটে গাছ জন্মায়, না ফোটে ফল;
দু-চোখ   আমার   কেন   হয়   টলমল!
চেষ্টা  আমার  বৃথা  হয়, পায়  না সারা;
মরতে  রাজি এ জন্য,  করলে  ঈশারা।।


(উল্লেখ্য,
রামন অর্থ "মন হরণকারী")