শক্তি সে তো অবিনশ্বর
নেই তার কোন আপণ-পর,
রূপ বদলেই আনন্দ তার।
নতুনত্তের মাঝে সে খোঁজে-
পুরানো মণিহার।


কখনো হাসায় সে
কখনো কাঁদায়,
তবু মোরা জেগে থাকি-
নতুনের নেশায়।


শক্তির স্রোত বোঝা
বড়োই কঠিন,
কখনো একীভূত হয়-
আবার সৃষ্টিতে বিলীন।


শক্তির চর্চা করে
ঘিরে ধরে  ক্লান্তি,
সুর-তালের ছন্দে আবার-
ফিরে আসে শান্তি।