যা লিখি তাই কবিতা
যা বলি তাই গান,
খু্ঁজে দেখলে চিনতে পারবে
দিয়া তব মন-প্রাণ।
লিখি না তো আমি,
লেখনীতে মোর নেই তো কোন ধার,
স্রষ্টা তুমি, সৃষ্টি তোমার
তোমারই উপহার।


যা কিছু যত সৃষ্টি আমার,
প্রকৃতি থেকে করেছি আমি ধার,
সকল কিছুর মালিক তুমি
নেই তো অহংকার।
তোমার খেলা খেলিছ তুমি
বুঝি না তো হিতাহিত,
শান্তি পাব চরণে তোমার
হয়ে চির সমাহিত।।