সূর্যের  কাঁটাগুলো  চিকন  আঁকা-বাকা,
খালি চোখে  মুশকিল,  সহজ  না দেখা।
রাগে  রাগে খাই-দাই, ঘোড়ে যেথা-সেথা,
উঠান-জমিন   সব   শুকিয়ে   আকাঠা।
এক  এক  নিঃশ্বাসে  তার কত যে তেজ,
বুঝি না তো আমি, না দেখলে এর মেঝ।
ঘাসের   ডগায়  তা   শিশির  হয়ে  ঝড়ে,
ঝাল  সইতে  না  পেরে  পাখি সব  মড়ে।


কাঁটা  যদি  ভাগ  করি  সকলের  মাঝে,
তখন  দেখি  আমার   মন  সখে  নাচে।
গাছ-কান্ড  বিভক্ত  হয় ঐ  কাঁটা  রাগে,
তবু  সে  এমন  ছোঁয়া বার  বার  মাগে।
পাখির যেন  কণ্ঠ  জাগে ঐ  রাগে-সুরে,
তবু  সে  হারিয়ে   যায়  জনতার  ভীড়ে।।



উল্লেখ্য,
১. এখানে "কাঁটা" বলতে "সূর্য কিরণ" বোঝানো হয়েছে।
২. কবিতায় ব্যবহৃত "আকাঠা" একটি আঞ্চলিক শব্দ, যার অর্থ "শুকনা/মড়া কাঠ যা দিয়ে কোন আসবাবপত্র তৈরি করা যায় না"।