প্রেম থাকুক তোমার লেখা বইয়ের ভাঁজে-
চিন্তারা থাক আমার শ্রান্ত কপালের খাঁজে
ভালোবেসে তুমি কোনো চরিত্রকে দিও নাম
নতুনের জন্য আমি হব কোনো স্টেশন থেকে অন্তর্ধান
গভীর নিম্নচাপে মত্ত হাওয়ায়, তুমি গল্প ভেবো,
আমার চোখ তখন টাইমটেবিলে কখন বাড়ী ফিরবো?


তোমার গল্পে দূরত্বরা যেন নেহাতই ফাঁকিবাজ !
আমার কাছে সে কিছুতেই হার মানতে নারাজ।
তুমি নাম ধার নিয়ে কল্পনাতে দাও তুলি-
আমার জল্পনাতে তখন ছন্দেরা উথলি !
তুমি সৃষ্টিতে করেছো ভালোবাসার জয় -
আমি হয়তো বাসে তখন, রাস্তা ধূলোময় !


তুমি সাজিয়েছো ঘটনা, দিয়েছো তাতে হাতের ছোঁয়া
আমি হয়তো কাউকে দেখছি যার সব গেছে খোয়া-
তুমি বহুবার প্রিন্সেপ ঘাটে কখনো বা সন্ধ্যাবেলায়
জড়ো করে এনেছো সব তাদের স্মৃতিকথায়,
আমি তখন বাড়ী ফিরি বাস্তবটাকে সঙ্গে নিয়ে-
ভালোলাগে,যখন প্রেম বাঁচে গল্পের ইতিকথায় ।