আমি একলা ফিরতে রাজী,
                যদি তুমি আমার পথ ছুঁয়ে যেতে-
একদৃষ্টে তাকিয়ে থাকতে রাজী,
               যদি তুমি সময়, কাল, যুগের জানান দিতে,
পাথর হয়ে ভাঙতে রাজী,
              যদি তোমার ঢেউ আমার বুকে আছড়ে পড়ে
বালি হয়ে মিশে যেতে রাজী,
              যদি বাঁধো আমায় তোমার তৈরী চরে।
তোমার তীরে সবুজ চারা হব,
              যদি আমায় জল দাও রোজ!!!!!!!!
মাছরাঙা বসবে আমার ডালে,
              যদি তাকে দাও মাছেদের খোঁজ-
ধরায় তুমি এসেছিলে কোনো এক রাজার আহবানে
               শিবের জটায় বাস তোমার এক অন্তরঙ্গটানে!
ভারত হয়েছে মাতৃসুলভ, সে তো তোমার আশীর্বাদ
               কখনো হয়েছে সন্তানহীন, তা তোমার প্রতিবাদ!
তুমি শুদ্ধ করেছ তাদের,যাদের সমাজ কলুষিত করেছে
          তুমি প্রাণ দিয়েছ তাদের, যারা জলের জন্য কেঁদেছে-
আমি কুয়াশা ঘেরা শীত হব, ঝরে যাব সকালে-
          আমি বাঁধ ভাঙা তীর হব, তোমার ঢেউ এসে ডাকবে বলে!
কলেজ থেকে বিকেলে ফেরার পথে রোজ তোমার সাথে দেখা হয়,
            আপসোস ১টাই, তোমার বুকে সূর্যাস্ত ওপারের লোকেরাই দেখতে পায়!