আমরা দুজন ঝগড়া করি শালিক পাখির মতো!
আমরা দুজন গান গাই ময়না পাখির মতো,
আমরা দুজন যুদ্ধে জিতি বীর সেনার মতো-
আমরা দুজন সংসার করি রান্নাবাটি খেলার মতো!
গাছের পাতা দোদুল দোলে আমরা তখন দোলনাদুলি
প্রজাপতি ডানা মেলে, আমরা তখন ঘুরতে যাই।
দিঘীর জল যখন লাল, বধূরা সব ঘরে ফেরে
আমিও তখন ঘরে ফিরি,তুমি অপেক্ষারত দ্বার মেলে-    


এসব সত্যি,সত্যিই সত্যি,সব নিজের হাতে তৈরি করা
কেউ দেখতে পায়না বলে বলো,এ আমার মনেরখেলা,
কিন্তু একটা কথা,যার সাথে আমার ঘর,তাকে আমি দেখিনি!
তার সবটা আমার জানা কিন্তু কখনো তার মুখ পানে চাইনি।
  হঠাৎ ঝড়ে, আমার ঘরে ঢুকলো এই সমাজের হাওয়া
সে হারিয়ে গেল, ঘর মিলিয়ে গেল, আকাশ কালো মেঘে ছাওয়া-
  বলতো তাকে আমি কোথায় খুঁজি, যাকে কোনোদিন দেখিনি?
   হয়তো সেও ব্যর্থ, আমাকে কোথাও খুঁজে পায়নি...!


কেন পড়ল ছায়া, ভাঙলো আমার সুখের খেলাঘর?
   এইখানে তো সবই শূণ্য, ভালোবাসাতেও বাজার দর!!
এখানে প্রেম আসে স্বরবে, নিজের চাহিদা মেটাতে
এখানে খুন হয়, ভাঙে স্বপ্ন, দূর্জয়-দুর্নিবার রাতে !