হারান স্মৃতি সময়ের সাথে সাথে
অতল সাগরে তলিয়ে যায়
ঠিক তাই , মুখ ফিরিয়ে নিল রাখি।


মনে পড়ে , অভাবের সংসারে
আটআনা পয়সার রাখি,
আর মায়ের  হাতে নারকেল নাড়ু
গ্রাম্য বাটির এক ঐতিহ্য ।


শ্রাবনে আবছা দিনের আলোতে
প্রাতে স্নান সেরে পূজো দিয়ে
বেঁধে দিতাম ভাইয়ের হাতে
সুগন্ধি মাখা রাখি ।


আর এখন পয়সা আছে ঠিকই
কোনো রাখিতে গন্ধ পাইনা ।
নাতো আট আনার রাখি
নতুবা মায়ের হাতের নাড়ু  ।
অন্তরটা কেঁদে ওঠে
চোখ থেকে জল বেরোতে দিইনা
সবার কাছে ধরা পড়ে  যাব
ও আমিযে বিবাহিত !!