শান্ত প্রকৃতি রুষ্ট রুপে
বৃষ্টি ঝরায অঝোর ধারে,
মেঘের শব্দ বাড়তে থাকে
বিকেল গড়িযে সন্ধ্যে হলে।


রংগুলি সব বিলীন হল
ক্রদ্ধ রুপে গরজে এল,
কাঁপছে পৃথ্বী থরথর
রুষ্ট প্রকৃতি থামোথামো।


ভযাল রুপে গরজে এসে
ধ্বংস হয তোমার আবেশে।
সৃষ্টি তুমি ধ্বংস তুমি
তোমার উপর কেউ কি আছে?